প্রকাশিত: Mon, Dec 25, 2023 7:42 PM
আপডেট: Tue, Jul 1, 2025 5:38 PM

[১]নারায়ণগঞ্জে নানা আয়োজনে বড়দিন উদযাপন

মোশতাক আহমেদ শাওন : [২] নারায়ণগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বময় শান্তি প্রার্থনায় খ্রীস্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। উৎসবকে ঘিরে সাজানো হয়েছে শহরের দু’টি গীর্জা ও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

[৩] সোমবার প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। প্রার্থনা সভা, কেক কাটা, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

[৪] এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকেও কেকে ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। 

[৫] এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মো. আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও অপারেশন ) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) মো. সোহান সরকার, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাশ, সাধু পৌলের গীর্জার পুরোহিত আগষ্টিন অমল রোজারিও, সেক্রেটারী পিন্টু পলিকাপ পিউরিফিকেশনসহ খ্রীষ্টান সম্প্রদায়ের অনুসারীরা।

[৬] এদিকে বড়দিন উপলক্ষে শহরের বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গির্জা ও সিরাজউদ্দৌলা সড়কের ব্যাপ্টিস্ট চার্চকে বর্ণিল আলোয় ভরে উঠেছে। গির্জাগুলো গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রিসহ নানা আয়োজনে সাজানো হয়েছে।

[৭] নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন বলেন,  সকল ধর্মের মানুষদের জন্য নারায়ণগঞ্জ একটি সম্প্রীতির জেলা। এখানে সকল ধর্মের লোকেরা অত্যান্ত উৎসব মূখর পরিবেশে ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকি। শুভ বড়দিন উপলক্ষে সকলকে  নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো।

[৮] নারায়ণগঞ্জ জেলা খ্রীস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন বলেন, বড়দিন নির্দিষ্ট কোন ধর্মের বাঁধনে বাধা নয়। এটি একটি সার্বজনীন উৎসব। সব ধর্ম-বর্ণের মানুষ এই পবিত্র উৎসবে শামিল হতে পারবে। এটাই উৎসবের সার্বজনীনতা। আমাদের বড়দিনের প্রার্থনার মূল সুরও কিন্তু শান্তির আহ্বান।